মোঃমিজানুর রহমান, স্টাফ রিপোর্টার,
জনপ্রিয় শিশু শিল্পী সুরাইয়া আফরিন উপমাকে এবারও দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ‘পান্তা ভাতে ঘি’ নামে ঈদের বিশেষ নাটকে। এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক।
এছাড়াও মিজানুর রহমান রাহুলের চিত্রনাট্য ও পরিচালনায় বেসরকারি টেলিভিশন মাই টিভিতে দেখা যাবে ‘আই লাভ ইউ’ নাটকে।
বর্তমানে একের পর এক শুটিং নিয়ে ব্যস্ত সময় পাড় করছে উপমা।
‘মেঘনা কন্যা’ চলচ্চিত্র সম্পর্কে জানতে চাইলে এই শিশু শিল্পী বলেন, এ বছরই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় ‘মেঘনা কন্যা’ সিনেমায় আমি খুশি চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়েই একটা ব্যস্ত সময় যাচ্ছে ঈদের আগে।
মিডিয়াতে কাজের শুরু সম্পর্কে জানতে চাইলে উপমা জানায়, শুরুটা বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তি দিয়ে।
যেহেতু আমি আবৃত্তি ও উপস্থাপনা চার বছরের কোর্স কমপ্লিট করেছি বাংলাদেশ শিশু একাডেমী থেকে। এজন্য বিভিন্ন চ্যানেলে উপস্থাপনা এবং আবৃত্তি দিয়েই সময় কাটে সবসময়। পাশাপাশি বিভিন্ন নাটক করা হচ্ছে সরকারি ও বেসরকারি টেলিভিশনে।
আপাতত শুধুমাত্র পেইজ বা ইউটিউবের জন্য কাজ করছি না। তবে আমার কাজগুলো টিভিতে যাওয়ার পর ইউটিউব চ্যানেলে যাচ্ছে ।
মিউজিক ভিডিও সম্পর্কে প্রশ্ন করা হলে উপমা আরও জানায়, আমি যে ধরনের মিউজিক ভিডিও করতে চাই ওই ধরনের পাচ্ছি না। যদি পাই অবশ্যই করবো। আর আমি এখনো ছোট ক্লাস নাইনে পড়ি। আমার বয়স এবং সময়ের সাথে যদি মিল থাকে অবশ্যই সেই কাজগুলো করব। আমার ইচ্ছা কম কাজ করবো কিন্তু ভালো মানের কাজ করব।
বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছে ছিল উল্লেখ করে উপমা বলে, যেহেতু অভিনয়টাকে ভালোবেসে ফেলেছি এবং ভবিষ্যতে অভিনয় নিয়ে ভালো কিছু করতে চাই। সেহুতু সাবজেক্ট নিলেই হলো না ভালো রেজাল্ট তো করতে হবে।
এছাড়া নাচ এবং আবৃত্তি দুটোই সমানতালে বেশ ভালো লাগে। তাই দুটোতেই সময় দিচ্ছি। আমি মনে করি শিখে রাখলে সব কিছুই কাজে লাগে। তবে সবার আগে শেকড় শক্ত করতে হবে। তাড়াহুড়োর কিছু নেই আমি এখন অনেক ছোট আমি আস্তে আস্তে এগোতে চাই।।
আর কি ভালো লাগে জানতে চাইলে উপমা বলে, গল্পের বই পড়া ও রবীন্দ্র সংগীত শোনা।
পছন্দের অভিনেত্রী কে এমন প্রশ্নের জবাবে উপমা বলে, আমার ভালো লাগে তিশা আপুর অভিনয়, জয়া আহসান ও শাওন ম্যামের অভিনয়।
নিজের অভিনয়ের ক্ষেত্রে কতটুকু যত্নশীল এমন প্রশ্নের জবাবে উপমা বলে, আসলে প্রতিটি চরিত্র নিজের মধ্যে ফুটিয়ে তুললেই ভালো অভিনয় শিল্পী হওয়া যায়। ভালো শিল্পী মানে নায়িকা নয়। সবাই নায়িকা হতে চায় আমিও সিনেমার নায়িকা হতে পারলে নিজেকে ধন্য মনে করব। তবে ভালো অভিনয় করতে চাই সেটা নায়িকা হওয়ার জন্য না ভালো শিল্পী হওয়ার জন্য।।
পরিশেষে এটাই বলবো বছরে যদি একটি কাজও করি সেটা যেন হয় হাজার কাজের চেয়ে উত্তম। দর্শকদের কাছে এটাই চাওয়া দোয়া করবেন যেন ভালো অভিনয় শিল্পী হতে পারি।