1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
কাহারোলে বিএসএসকেপির শাখা উদ্বোধন - সবুজ বাংলা নিউজ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

কাহারোলে বিএসএসকেপির শাখা উদ্বোধন

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ।।

“এক সাথে চলবো, সুন্দর সমাজ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে অসহায়, দারিদ্র্য এবং সমাজের উন্নয়নে প্রায় দীর্ঘ চার বছর ধরে কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP) । সংগঠনের কাজকে আরো গতিশীল করে সামাজিক উন্নয়নের কাজ বৃদ্ধির জন্য কাহারোল শাখা উদ্বোধন ঘোষণা করা হয়। রবিবার দুপুরে ১২.০০ টায় কাহারোল সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে BSSKP কেন্দ্রীয় সহ-সভাপতি নুর নবী (নাসিম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক মোঃ ওমর ফারুক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সোহান ইসলাম, আনিছুর ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন আহমেদ, মানবতা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ কাওছার আহমেদ, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান জাগরণ ব্লাড ব্যাংক এর কার্যকরী সদস্য মোঃ মমিন ইসলাম, সাইফুল ইসলাম সহ বিএসএসকেপি দিনাজপুর জেলা শাখার সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নুর নবী (নাসিম) বলেন, আগামীতে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে । আর সেজন্য আমাদের সংগঠন যতটুকু পারে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওমর ফারুক বলেন, আমরা যদি আগামীতে ভালো কিছু করতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে করে যেতে হবে ।

উদ্বোধনী অনুষ্ঠানে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোঃ নুর নবী (নাসিম) অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।