শুন্যতা
লেখক : রফিক আজির
তোমাতে শিখেছি
কিন্তু হারিয়েছি অনেক।
কৃষ্ণচুড়ার ডালে
আমার বসন্ত বিলাপ করে।
দুর্বাঘাসের ডগায় শিশির বিন্দু
তোমাকে নতুন করে আলিঙ্গন করে,
আমি নিরবে সমুদ্রের স্রোতের ন্যায়
তোমাকে আনন্দ দিতাম।
জীবনের শুন্যতা এত বেশি
রাতের তারা গুনতে পারি, শুন্যতা নয়।