সকাল ১০.২০ মিনিটে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, আ.লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, এমএম সরকারি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী,ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে জানান, এরা শুধু আমাদের মতো মানুষ নয়, এরা আমাদের আপনজন ৷ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদ, এজন্য এদেরকে অবহেলা না করে, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে দাবি জানায় । অনুষ্ঠানের শেষ লগ্নে উপজেলার ৪ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।