স্কুলে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত দুপুরের খাবারে (মিডডে মিল) মিলেছে মরা ইঁদুর। এ ঘটনায় ঘটনায় কমপক্ষে নয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগর জেলার এক সরকারি স্কুলে।
স্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জেলার মুস্তফাবাদ পাচেন্দ্রা কালা গ্রামের জনতা ইন্টার কলেজের অধীনে পরিচালিত এক সরকারি স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মঙ্গলবার দুপুরে মিডডে মিল হিসাবে খিচুরি সরবরাহ করা হয়েছিল। শিক্ষার্থীরা খাওয়া শুরু করার পর হঠাৎ খিচুরির বাটিতে একটি মরা ইঁদুর দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ওই খিচুরি খেয়ে ফেলেছিল। তারা বমি করতে শুরু করে। এই খাবার খেয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষকও অসুস্থ হয়ে পড়েছেন। বলে জানা যায়। তাদের সবাইকে মুজাফফরনগরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে ওই হাসপাতালের চিকিৎসক।
এ ঘটনায় ওই প্রতিষ্ঠানে খাবার সরবরাহের দায়িত্বে থাকা জনকল্যাণ সংস্থা নামের এক এনজিও, কলেজের প্রিন্সিপ্যাল বিনোদ কুমার এবং তিন সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন