কোভিট-১৯ এ প্রায় গৃহবন্দী শিশুদের দূর্বীসহ জীবনে কিছুটা আনন্দ দেয়ার জন্য বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে বীরগঞ্জ উপজেলার পৌরসভা, সুজালপুর, নিজপাড়া,পাল্টাপুর ও মোহনপুরসহ মোট ৩৩৩জন শিশুর মাঝে শিক্ষা ও বিনোদন সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাসহ ইউপি সদস্যগন, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার যুব ফোরাম ও শিশু ফোরমের নেতৃবৃন্দ। তাঁরা শিশুদেরকে বিনোদনের পাশাপাশি পড়াশুনা অব্যাহত রাখার পরামশ্য দেন। তাছাড়া, কোভিড-১৯ থেকে মুক্ত থাকার জন্য পরিস্কার পরিচ্ছন্ন থাকা এবং প্রয়োজন অনুসারে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন। শিশুরা খেলনা সামগ্রীসহ শিক্ষা সামগ্রী পেয়ে খুবই উচ্ছাস প্রকাশ করেছে। এই সামগ্রীগুলো শিশুরা নিজেরা ব্যবহার করবে এবং অন্যদের সঙ্গে সহভাগিতা করবে বলে জানায়।