মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল ও আয়েশা (রা:)অরফান ইনস্টিটিউট এ ২০১৯ সালের পি ই সি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০১৯ সালের পি ই সি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এরই মধ্যে ৯ জনই জিপিএ-৫ অর্জন করেন। তাদের মধ্যে ৫ জনই বৃত্তি পায়।
রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে ৯ জন ছাত্র/ছাত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়। অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত মহিলা সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না এবং বিশেষ অতিথি অফিসার ইনচার্জ আব্দুল মান্নান,সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সম্পাদক আতাউর রহমান,ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম,সমাজ সেবক মোস্তাফিজুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসন,প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার,নন্দুয়ার ইউনিয়নের বিএনপি সম্পাদক মো: আলিফ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ স্কুলের একটি ৪তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।