অনেকটা অভিমান করেই টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাশরাফি, দীর্ঘ ১০ বছর ধরে খেলা হয় না ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টও। সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন দ্বাদশ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে। দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সুযোগ থাকলে আসন্ন পাকিস্তান সফরে যেতেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ দলের পাকিস্তান সফর ইস্যুতে বেশ তালগোল পেকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে যাওয়া না যাওয়ার বিষয়টি। ইতোমধ্যে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীম। এমন অবস্থায় মাশরাফি কী করতেন, তিনি কি পাকিস্তান যেতেন? জবাব, হ্যাঁ, অবশ্যই যেতাম।
শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের ৩৯তম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান সফর ইস্যুতে কথা বলেন তিনি। মাশরাফি বলেন, ‘একদম সত্যি করে যদি বলতে বলেন আমি হয়তো বা যেতাম। দিনশেষে আমি অবশ্যই পরিবারের সঙ্গে কথা বলতাম। তবে জানি না আমার পরিবার কী বলত, এ নিয়ে আমার এই প্রথম আলোচনা হচ্ছে। আপনি যদি শুধু যেতে চাই কি না জিজ্ঞেস করতেন তাহলে হয়তো আমি বলব যেতাম, হয়তো বা। কিন্তু নিশ্চিত না, বাকিটা আমার পরিবারের মতামতের ওপর নির্ভর করত।’
অনেকেই যেতে চাইছেন আবার অনেকে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাদের প্রসঙ্গে টাইগার কাপ্তান বলেন, ‘এই প্রশ্নের উত্তর এটার মানে এই না যে যারা যেতে চায় না বা যাবে না তারা ভুল। অবশ্যই খেলার চাইতে জীবন অনেক গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত কল সবার থেকে গুরুত্বপূর্ণ, যে যেটা কল দিবে যে আমি যেতে চাই যেতে চাই না অবশ্যই তাদের মতামতকে সম্মান দিতে হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক আছে।’