বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের খেলা চলছে। ২০১২ সাল থেকে শুরু হলেও বিতর্কের জের ধরে বন্ধ থাকে ২০১৩ আয়োজন। নতুন রূপে শুরু হয় ২০১৪ সাল থেকে। আর এ বছর দুই বিপিএল মাঠে গড়িয়েছে।
বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ইতোমধ্যে ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। চলছে চট্রগ্রাম পর্বের ম্যাচ। চলতি আসরের ১৯তম ম্যাচে বিপিএল ইতিহাসে রেকর্ড গড়লেন ওপেনার তামিম ইকবাল। জাতীয় দলের এ অভিজ্ঞ তারকাই বিপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন ২ হাজার রানের মাইলফলক।
সিলেট থান্ডারের বিপক্ষে মাঠে নামার আগে ১ হাজার ৯৬৯ রান করেন তিনি। ৩১ রান করেই বিপিএলে অনন্য উচ্চতায় পৌঁছালেন তিনি। সিলেটের বিপক্ষে ৪৯ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি। ক্যারিয়ার জুড়ে বিপিএলে তামিমের মোট সংগ্রহ ২ হাজার ২৯ রান। ১৮টি হাফসেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিতে এই রান তুলেছেন জাতীয় দলের মারকুটে ওপেনার।
তামিমের ঠিক পেছনে আছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। বিপিএলে তার সংগ্রহ ১ হাজার ৯৩৭ রান। এরপরই ৭৮ ম্যাচে ১ হাজার ৬৯৫ রান করে তিনে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চারে ইমরুল ও পাঁচে আছেন সাকিব আল হাসান।