কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ-সারাদেশের ন্যায় ১০ জানুয়ারী বিকাল ৩টায় দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জম্ম শত বার্ষিকী উদযাপনের ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান ও আওয়ামীলীগ সভাপতি একেএম ফারুক এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পার্ঘ্য অর্পন করা হয়।