মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলা অাওয়ামীলীগের সন্মেলনকে সামনে রেখে মরিয়া হয়ে উঠেছে একটি সুযোগ সন্ধানী ও সুবিধাভোগী চক্র। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে মিথ্যা প্রপাগান্ডার অাশ্রয় নিয়ে নিয়েছে ভুইফোঁড় চক্রটি। সদর উপজেলা অাওয়ামীলীগের সন্মেলনের মাত্র একদিন অাগে রোববার একটি নামসর্বস্ব অনলাইনে
“দুদকের মামলার আসামী আকবর আলী সভাপতি প্রার্থী” শিরোনামে একটি মিথ্যা তথ্য প্রকাশিত হয়।
প্রকৃত তথ্য হলো, এ মামলার অাসামী অাকবর অালীসহ অন্য ৩৪ অাসামীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমান না হওয়ায় বিগত ১৩ মার্চ ২০১৯ তারিখে এ মামলার বাদী দুদকের তৎকালীন সাবেক সহকারী পরিচালক ও বর্তমান উপ পরিচালক ফারুক অাহমেদ সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট অাদালতে অাদালতে তাদের অব্যাহতির অাবেদন দাখিল করেন।
এ ব্যাপারে অাকবর অালী রোববার বলেন,
একজন মানুষ বা একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ বা মামলার এজহারে নাম থাকলেই তিনি অভিযুক্ত নন।
সাংবাদিকতার নাম ব্যবহারকারী সুবিধাভোগী চক্রটি এখানে শুধুমাত্র স্বার্থসিদ্ধি ও সুবিধার বিনিময়ে সাংবাদিকতাকে ব্যাবহার করেছেন। অামি একটি সন্মেলনের প্রার্থী। সন্মেলনের অাগের দিন সংঘবদ্ধ চক্রটি অামাকে অভিযুক্ত সাজিয়ে সম্পুর্ন উদ্দেশ্যমুলকভাবে নিউজের নামে অপপ্রচার চালিয়েছেন।
এ ব্যাপারে একবারের জন্যও অামার বক্তব্য নেবারও কোন প্রয়োজন তারা মনে করেন নি। একজন ব্যাক্তির বিরুদ্ধে উদ্দেশ্যমুলক গল্প লিখে অাত্বপক্ষ সমর্থনের সুযোগ না দেয়া নৈতিকতা ও সাংবাদিকতার সকল নীতিমালার সুস্পষ্ট লংঘন এবং ডিজিটাল গনমাধ্যম অাইনে শাস্তিযোগ্য অপরাধ। অাকবর অালী অারো বলেন, এবার সদর উপজেলার অাওয়ামীলীগের তৃনমুলের ত্যাগী নেতাকর্মীরা অামাকে প্রার্থী করেছেন। অামি কোন ব্যাক্তির বিরুদ্ধে অপপ্রচারের খেলাকে ঘৃনা করি। রাজনীতিতে হার জিত থাকবেই। অামার প্রতিটি অনুসারীকে প্রতিদ্বন্দী কোন প্রার্থীর বিরুদ্ধে কথা না বলতে অামি শুরুতেই নির্দেশনা দিয়ে রেখেছি। অামার কোন নেতাকর্মী কারো বিরুদ্ধে প্রচারনা চালাচ্ছেন না। অামি মনে প্রানে বিশ্বাস করি, প্রতিদ্বন্দী সব প্রার্থী ও অামি অামরা সবাই বঙ্গবন্ধুর দল করি,শেখ হাসিনার কর্মী। অামরা সবাই মিলে একই পরিবার। পদ পদবির লড়াই ঘিরে কাউকে অন্যায়ভাবে, মিথ্যা সংবাদের ব্যাক্তিগতভাবে অাক্রমন করা নিতান্তই অনাকাংখিত।
সাংবাদিক যদি নিজেই পক্ষ হয়ে যায়,তাহলে মানুষ কার কাছে যাবে? রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার অাহব্বান জানান অাকবর অালী। তিনি অারো বলেন, অামি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বড়ভাই অাশরফ অালী দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, দলের দুর্দিনে শ্রম ঘাম সবই দিয়েছেন। অামি ব্যবসায়ীক কোটি কোটি টাকার লেনদেন করি। কেউ অামার কাছে এক টাকা পান,এমন অভিযোগ অামার বিরুদ্ধে কোনদিন ছিল না,এখনও নেই।
ছাত্রজীবন থেকে ছাত্রলীগ করি, বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে ছিলাম, অাছি। সততার সাথে নৈতিকতার সাথে ব্যবসা করে এসেছি। রাজনীতি অামার ব্যবসা নয়। অামার নিজস্ব পেশা ও ব্যবসা অাছে ১৯৭৭ সাল থেকে। গত ৪২ বছরে আমার প্রতিষ্ঠানের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।