মোঃ এ হসান উল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বাদ আছর শহরের ইসু মিয়া সড়কের মুনজিতপুর মীর মহলে জেলা যুবলীগের আয়োজনে যুব নেতা মীর মহিতুল আলম মহি’র সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এডিশনাল পিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর যুবলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ৭৫’এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ বুলবুল’র তান্ডবে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবু বক্কর।
এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাতক্ষীরা জেলা যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।