বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন পৌর শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা ফিরোজা বেগমের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংষদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি সৈয়দ শামস্-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
পরে গাইবান্ধা মহিলা আওয়মীলীগ এর পুরাতন কমিটিকে বিলপ্তি ঘোষনা করে রুজিনা পারভিন ছন্দাকে সভাপতি,মাহামুদা পারুলকে সাধারন সম্পাদক এবং শ্যামলী আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।