কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় দিবসটি পালন উপলক্ষ্যে কাহারোল উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের যৌথ উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের নিয়ে এক শোক র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলা সদরে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন। শোক র্যালী শেষে সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুম্পার্ঘ্য অর্পণ করেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি সহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সহ পৃথক পৃথক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্যে অর্পন করেন। পরে উপজেল পরিষদ হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।