স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। অথচ সেরা হয়েও একটি ছোট প্রাণী মশা’র কাছে পরাজিত হচ্ছে মানুুষ। যেন ছোট মশাই মানষের জীবনের কাল হয়ে দাড়িয়েছে। আমরা যে সৃষ্টির সেরা জীব, আসুন তার পরিচয় দেই। প্রাকৃতিক ভাবে বিভিন্ন রোগ আসতেই পারে। এজন্য বিএনপি-জামায়াতের মত গুজব ছড়িয়ে মানুষকে মগজ ধোলাই না করে সৃষ্টির সেরা জীবের মতই সচেতন থেকে এর মোকাবেলা করি।
৫ আগস্ট সোমবার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পূর্ব মল্লিকপুর শিক্ষা নগরি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে গুজব প্রতিরোধ এবং ডেঙ্গু জ্বর বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার্থী এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন এমপি গোপাল।
এমপি গোপাল আরো বলেন, যে সময় মানুষ ডেঙ্গু আতঙ্কে আতঙ্কিত। ঠিক সেই মুহুর্তে পদ্মা সেতুতে মাথা লাগবে এই মিথ্যাচার সৃষ্টি করে বিএনপি-জামায়াত দেশে অশান্তি সৃষ্টির করার পায়তারা করছে। এই অপশক্তি থেকে সকলকে সচেতন থাকতে হবে। আর প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীল সরকার ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী। ডেঙ্গু বিষয়ক আলোচকের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিউল আযম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন মো. আব্দুল করিম, পূর্ব মল্লিকপুর এইচ এস কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, পূর্ব মল্লিকপুর মহিলা কলেজের অধ্যক্ষ বিকাশ চট্টপাধ্যায়সহ অভিভাবক ও প্রায় দুই হাজার শিক্ষার্থীবৃন্দ।
সঞ্চালনা করেন পূর্বমল্লিকপুর এইচ এস কলেজের শিক্ষক মো. নজরুল ইসলাম।