আজ সিনেমা সমিতির নির্বাচন। ১৮৮৪ সালে শিল্পীদের স্বার্খ রক্ষায় গড়ে ওঠে চল্লচিত্র সমিতি। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন নায়ক রাজ রাজাক ও সাধারন সম্পাদক ছিলেন কিংবদন্তি অভিনেতা আহম্মদ শরীফ। আজ ২৫ অক্টোবর সমিতির নির্বাচন। পধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন প্রখাত অভিনেতা নায়ক ইলিয়াস কাঞ্চন। সভাপতি পদে নির্বাচন করছেন বর্তমান সমিতির দায়িত্বে থাকা মিশা সওদাগার আর সবার কাছে জনপ্রিয় সুদর্শীনি নারী প্রার্থী আরেক কিংবদন্তী বরিশালের বধু আর সাতক্ষীরার মেয়ে মৌসুমী। পুর্বে তিনি কার্যকরি সদস্যপদে ব্যাপক ভোট পেয়ে একাধিক বার নির্বাচিত হন।এবার পোর্ট ফলিও পদে সভাপতি পদে নির্বাচন করছেন। যদি ও প্রথমে সিনিয়র শিল্পী প্যানেল দিয়ে নির্বাচন করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত পরিবেশ পরিস্থিতবর কারণে সবাই নির্বাচন হতে সরে দাঁড়ায়।আর মৌসুমী সাহসিকতার পরবচয় দিয়ে নির্বাচনে লড়ে যাচ্ছেন। সমিতিতে সভাপতি মিশা সওদাগারের বিরুদ্ধে নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ।আর মৌসুমি ক্লিন ইমেজের শিল্পী হিসাবে ব্যাপক সুখ্যাতি। মৌসুমী বলেন আমি জয়ের ব্যাপারে আশাবাদী।