বিকাশ ঘোষ, নিজস্ব প্রতিবেদকll ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় এমপি গোপাল বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ প্রধান মন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন জনপ্রিয় একজন নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিত প্রাণ রাজনীতিককে হারালো। যা পুরণ হবার নয়। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস সহ স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।