আনোয়ার সাদাত পাটোয়ারী রিপনঃ
লালমনিরহাটের পাটগ্রামে কিশামত নিজ্জামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম.পি।
শনিবার (৬জুন) দুপুরে শ্রীরামপুর ইউনিয়নে এ দ্বিতল ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জ্বল হোসেন লিপু, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান নিলু।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাঃ সম্পাদক আহাদ আলী আনসারী, শ্রিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাশেম আলী, পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভসহ প্রমূখ।