আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন (হাতীবান্ধা প্রতিনিধি):
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম.পি।
শনিবার (৩০মে) দুপুরে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু সা: সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ (রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী) যুগ্ন সা: সম্পাদক দিলিপ কুমার সিংহ, সিংগিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ: গফুর, বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল, গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সাবু, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, হাতীবান্ধা মহিলা কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, হাতীবান্ধা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রশিদা বেগম, সা: সম্পাদক মর্জিনা বেগম, হাতীবান্ধা যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন সুলতানা সাথি, যুগ্ন আহ্বায়ক নাসরিন বেগম ও হাতীবান্ধা জাতীয় শ্রমিক লীগের সা: সম্পাদক আমিনুল হক ডনসহ সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খীগণ।
সাংসদ মোতাহার হোসেন বলেন প্রাণঘাতী করোনার কারণে সৃষ্ট দেশের এ চরম ক্রান্তিকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি আপনারা সবাই সরকারি নির্দেশনা, সঙ্গরোধ ও সামাজিক দূরত্ব মেনে চলুন।