আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের বিরুদ্ধে সুচিকিৎসা ও রাউন্ড না দেওয়ার অভিযোগ করেছেন সিমু আক্তার নামের ভুক্তভোগী এক রোগী।
বুধবার ২৭মে সকাল ১১টায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরেজমিনে দেখা যায় পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহুরুল হকের মেয়ে সিমু আক্তার বয়স ১৭বছর ১নং ওয়ার্ডের ১২নম্বর বেডে শুয়ে কাতরাচ্ছে। সিমুকে গত মঙ্গলবার সকাল ১০টায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও দুপুর ১২টায় ভর্তি দেখানো হয়। সিমু অভিযোগ করে বলেন গতকাল ভর্তি হলেও এখন পর্যন্ত কোন ডাক্তার তাকে দেখতে আসেনি। ঠিক একই অভিযোগ করেন ১নং ওয়ার্ডের ৩নম্বর বেডে শুয়ে থাকা মাহফুজা বেগম। সিমুর বাবা জহুরুল হক অভিযোগ করে বলেন গতকাল সকাল ১০টা থেকে আজ এখন পর্যন্ত কোন ডাক্তার বা রাউন্ড দিতে কেউ আসেনি। নার্সদের বললেই তারা বলেন আপনারা কমপ্লেইন করুন, আমরা কার কাছে কমপ্লেইন করব?
পরবর্তীতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ নাইমের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি রাউন্ডে গিয়েছিলাম কিন্ত রোগীরা আমাকে চিনতেই পারেনি তাই হয়তো অহেতুক এ অভিযোগ করেছে। এবিষয়ে সিনিয়র নার্স রনজিনা খাতুন বলেন আমাদের ডাক্তার স্যাররা সঠিক সময়ে রাউন্ড দেন।
তারপরেও সুধীজনের প্রত্যাশা করোনা ক্রান্তিকালে দায়িত্বে অবহেলার বিষয়টি কর্তৃপক্ষের সুনজরে আসুক এবং চিকিৎসাধীন রোগীরা সুচিকিৎসা পাক ও সুস্থ জীবন লাভ করুক।