গাইবান্ধা প্রতিনিধি ll
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচী ফেয়ার প্রাইজের১০কেজির চাল কালো বাজারে চুরি করে বিক্রির উদ্দেশ্যে অন্য জেলায় পাচারের সময় হাতে নাতে ১৪৩ বস্তা চাল বোঝাই নছিমনসহ জব্দ ও ডিলার,নছিমনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আজহার আলীর ছেলে জিল্লুর রহমানের ডিলার পয়েন্ট থেকে (প্রতিবস্তা ৩০কেজি করে খাদ্য বন্ধব কর্মসূচীর সীল যুক্ত)১৪৩ বস্তা সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরি করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নছিমন বোঝাই করে বগুড়ার সোনাতলার উদ্দেশ্যে রওনা হলে শাখাহাতী বলুয়া নামক স্থানে এলাকাবাসী জানতে পেরে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের নেতৃত্বে সংঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনার সত্যতা ও প্রমান পায়।এসময় উপস্থিত জনতার সামনে চালগুলি কালো বাজারে পাচারে ব্যবহৃত নছিমন চালকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, আমি জিল্লুর রহমানের ডিলার পয়েন্ট থেকে গাড়ী লোড দিয়েছি এবং এ চালগুলো জিল্লুর রহমানের। চালগুলি সে বিক্রির উদ্দেশ্যে সোনাতলায় নিয়ে যাওয়ার জন্য গাড়ী ঢাড়া করায় আমি সোনাতলার উদ্দেশ্যে চালগুলি নিয়ে যাচ্ছিলাম। সে আরও জানায় ইতিপূর্বে আরও ৪/৫বার ডিলার জিল্লুর রহমান আমার গাড়ীতে করে সোনাতলা ও গাবতলীর পীরগাছা এলাকায় চাল নিয়ে বিক্রি করেছে। এ ঘটনার আরও তথ্য যাচাই করতে ডিলার পয়েন্ট পরিদর্শন করে ষ্টক যাচাই করলে কোন মিল পাওয়া যায়নি, ষ্টকে পূর্বের চাল ষ্টক ছিল ৩০০বস্তা নতুন চাল খাদ্য গুদাম থেকে তোলা হয়েছে ৫৯৭বস্তা, মোট চালের বস্তা ৮৯৭টি, বর্তমান ষ্টকে আছে ৩১৮বস্তা, বিতরন করা হয়েছে ২৮৭ বস্তা,ষ্টকের সাথে বাস্তবের মিল না থাকায় ও গরীব,দুস্থ্যঃদের চাল কালোবাজারে পাচারে জড়িত থাকায় ডিলার জিল্লুর রহমান(৫৫)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।একই সাথে কালোবাজের বিক্রির উদ্দেশ্যে পাচারের ১৪৩বস্তা চাল,পাচারে ব্যবহৃত নছিমন জব্দ ও সোনাতলা উপজেলার চমরগাছা গ্রামের নছিমন চালক আবু বক্করের ছেলে শাওন(৩৫)কে গ্রেফতার করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বিষয়টি নিশ্চিত করে করে জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।