1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে ইঁদুর মারা বিষপানে শিশুর মৃত্যু - সবুজ বাংলা নিউজ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

বীরগঞ্জে ইঁদুর মারা বিষপানে শিশুর মৃত্যু

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

 

দিনাজপুরের বীরগঞ্জে ইঁদুর মারা বিষ পানে আকৃতি রাণী (৪)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আকৃতি রানী উপজেলার সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের অশেষ রায়ের মেয়ে।

মঙ্গলবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আকৃতি রাণীর বাবা অশেষ রায় জানান, সোমবার রাত সাড়ে ৮টায় বাড়িতে ফিরে এসে দেখে তার মেয়ে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে বিষের গন্ধ এবং ফেনা বের হচ্ছিল। পাশে ইঁদুর মারা বিষ পড়ে থাকতে দেখে ধারণা করি সকলের অজান্তে ভূল বশতঃ ইঁদুর মারা বিষ খেয়ে ফেলার কারণে তার মৃত্যু হয়েছে। আকৃতি রানী মানসিক ভাবে অসুস্থ্য ছিল বলে তিনি আরও জানান। কিন্তু শিশুরটি মা লিপি রানী তার সন্তান কে মুখে বিষ ঠেলে হত্যার অভিযোগ এনেছে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অশেষ রায় মঙ্গলবার সকালে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।