1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত - সবুজ বাংলা নিউজ
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

বীরগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

বিকাশ ঘোষ, বীরগঞ্জব (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় খেজাম উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার ১৪ জুন’২০২৪ বিকেল ৪টায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মাথানাড়ী সড়কে এ ঘটনাটি ঘটে।খেজাম উদ্দীন উপজেলার মরিচা ইউনিয়নের লোটন গ্রামের মৃতঃ মোঃ নবীর উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিহত খেজাম উদ্দিন বাড়ী যাওয়ার পথে একটি বেপরোয়া মোটরসাইকেল পথে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ-সময় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বীরগঞ্জ থানা পুলিশ মোটরসাইকেলটি আটক করে এবং মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক লাশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।বীরগঞ্জ থানার এসআই মো: মাহফুজ রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছে।ঘটনার পর মোটরসাইকেলটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মো: মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।