1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস - সবুজ বাংলা নিউজ
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

বীরগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

উত্তম শর্মা, নিজস্ব প্রতিবেদ, সবুজ বাংলা নিউজ :

“বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে দিবসটি পালিত হয়।”আসুন গাছ লাগাই, প্রাণ বাঁচাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস হলরুমে গুডনেইবারস্ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ অভিযান, আলোচনা সভা ও ম্যাটোরিয়াল সাপোর্ট ফর পোটিনার ১৭টি স্কুলের জন্য পিউর হট ওয়াটার ফিল্টার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে ৫ জুন বুধবার সকাল ১১টায় বীরগঞ্জ সিডিপির সিডিপি ম্যানেজার সৃজল তিগ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী একাডেমি সুপার ভাইজার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুডনেইবারস  এরিয়া প্রধান সিমান্ত চিসিম, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, গুডনেইবারস্ এর প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকার সহ আরও অনেকে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।