বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি।।-
দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সম অধিকার কে নিশ্চিত করতে হবে। অর্ধেক জনসংখ্যাকে পশ্চাতে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্বিত হতে পারে না। বিভিন্ন অজুহাতে যারা নারীদের ঘরবন্দী করতে চায় তারা পক্ষান্তরে বাংলাদেশকেই ঘরবন্দী করতে চায়। প্রগতির নেতৃত্ব প্রদানকারী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর উচ্চতর স্থানে অবস্থিত করতে চান। আর প্রতিক্রিয়াশীল চক্র এর বিরুদ্ধে অবস্থান করে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেই আজ বাংলাদেশের মেয়েরা বিশ্বের মাঠে বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই বাংলাদেশের মেয়ে এভারেস্ট বিজয় করছে। শেখ হাসিনা ক্ষমতায় বলেই আজ বাংলাদেশের মেয়েরা সরকারের উচ্চপর্যায়ে আসিন।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে।
সোমবার (৬ মার্চ ২০২৩) দুপুরে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেল সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।