1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতীক পেলেন - সবুজ বাংলা নিউজ
বুধবার, ২৯ মে ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতীক পেলেন

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর ) প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে।গত ২ মে ২০২৪ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক হস্তান্তর করেন।২য় ধাপের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন মোট ১৩ জন প্রার্থী। উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

প্রতীক পেলেন চেয়ারম্যান পদে- বীরগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান,সাবেক সংসদ সদস্য ও জেলা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো: আমিনুল ইসলাম (ঘোড়া) প্রতীক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্র নেতা আবু হুসাইন বিপু (আনারস) প্রতীক,উপজেলার শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান কে এম কুতুবউদ্দিন (দোয়াত কলম) প্রতীক, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান বাদশা (টেলিফোন) প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির উপদেষ্টাণ্ডলীর সদস্য রেজওয়ানুল ইসলাম রিজু (কাপপিরিচ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা রিকশা -ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং আওয়ামী লীগ নেতা মনোয়েম মিঞা (বই) প্রতীক, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ও ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় (চশমা) প্রতীক, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও শ্রমিক নেতা মো: মামুনুর রহমান মামুন (উড়োজাহাজ) প্রতীক ও পশু চিকিৎসক মো: রশিদুল ইসলাম ( টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন ।এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মোহনপুর ইউপির সাবেক সংরক্ষিত আসনের মহিলা সদস্য আয়েশা আক্তার বৃষ্টি (কলস) প্রতীক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং মরিচা ইউপির সংরক্ষিত আসনের সাবেক মহিলা সদস্য শাহনাজ পারভিন (ফুটবল ) প্রতীক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সাবেক পৌর মহিলা কাউন্সিলর অনিতা রানী রায় (হাঁস)প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।আগামী ২১ মে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্রতীক পাওয়ার পর উপজেলাতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে এবং ভোট উৎসবে পরিণত হবে বলে ভোটারা মনে করছেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।