1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে উপজেলা নির্বাচনে প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা - সবুজ বাংলা নিউজ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

বীরগঞ্জে উপজেলা নির্বাচনে প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠছে উপজেলা পরিষদ নির্বাচনে। ২১ মে অনুষ্ঠিত হবে ২য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। বৃহস্পতিবার (২ মে) নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা। প্রচারণায় নেমেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাচনে ৩টি পদে ১২ প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ চেয়ারম্যান প্রার্থী, চার ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। বৃহস্পতিবারবিকালে বীরগঞ্জ উপজেলায় দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। একইভাবে প্রচারণা শুরু করেছে চেয়ারম্যান প্রার্থী আবু হুসাইন বিপু (আনারস), কে এম কুতুবউদ্দিন (দোয়াত-কলম), রেজওয়ানুল ইসলাম রিজু (কাপ-পিরিচ) ও ওয়াহিদুজ্জামান বাদশ (টেলিফোন)। পোস্টার টানানো ও নিয়ম মেনে মাইকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। সেই সঙ্গে উঠান বৈঠক ও নির্বাচনি সভা অনুষ্ঠিত হচ্ছে। হাটবাজার, চা-পানের দোকান ও হোটেল-রেস্টুরেন্টগুলো সরগরম। এলাকায় বইছে নির্বাচনী আমেজ।চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে মোনায়েম মিয়া(বই),রশিদুল ইসলাম (টিউবওয়েল), পরিমল কুমার রায় (চশমা), মামুনুর রহমান মামুন (উড়োজাহাজ) মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা আক্তার বৃষ্টি (কলস)অনিতা রায় (হাঁস), শাহানাজ পারভীন (ফুটবল) জেলা রিটার্নিং অফিসার নিকট প্রতীক বরাদ্দ পেয়ে ব্যাপকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।