1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
দিনাজপুর সদরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় বাড়ি ফিরে যুবকের হিট ষ্ট্রোকে মৃত্যু, এলাকায় শোকের ছায়া - সবুজ বাংলা নিউজ
বুধবার, ২৯ মে ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

দিনাজপুর সদরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় বাড়ি ফিরে যুবকের হিট ষ্ট্রোকে মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

গ্রীষ্মের তিব্র তাপদাহে ও খরার কবলে দেশ,প্রচন্ড রোদ ও তীব্র গরমে অতিষ্ট জনজীবন। আকাশের বৃষ্টি না হওয়ায় নদী-নালা,খাল-বিল শুকিয়ে খাঁ খাঁ করছে বৃষ্টির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে। বৃষ্টির জন্য সর্বত্র হা! হা! কার অবস্থা সৃষ্টি হয়েছে। এ অবস্থান থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকতার কাছে দুই রাকাত ইসতিসকার বিশেষ নামাজ আদায় করা হয়।
২৫ এপ্রিল সকাল ১০ টায় দিনাজপুর সদর উপজেলায় ২নং সুন্দরবন ইউনিয়নে সদরপুর তুলা উন্নয়ন বোর্ডের সন্নিকটে ঈদ ময়দানে প্রায় ২ শতাধিক ধর্ম প্রান মুসল্লী সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহন করেন, এ সমবেত প্রার্থনায় সুন্দরবন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা দিনাজপুর টেক্সটাইল মিলের অবসর প্রাপ্ত শ্রমিক হাসান আলীর পুত্র ফরহাদ হোসেন বিশেষ নামাজ শেষে বাড়ীতে এলে জ্ঞান হারিয়ে ফেলে,তাকে দ্রæত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইল্লাহির রাজিউন) সে উচ্চ শিক্ষিত অবিবাহিত যুবক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০বছর। সে ব্র্যাক মডেল স্কুল এর পরিচালক ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তির্ণ হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। পারিবারিক সূত্র আরো জানায় পূর্বেও তার ব্রেন ষ্ট্রোক হয়েছিল। ফুলবন ফাযিল মাদরাসায় বিকেল ৫ ঘটিকার সময় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পূর্ন হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।