বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ভূমিহীন পরিবারের গৃহ পুনর্বাসন নির্মাণ কাজ পরিদর্শন করেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) ইব্রাহিম খান। রোববার (৫ মার্চ -২০২৩) দুপুরে উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় ২৪টি ভূমিহীনদের গৃহ নির্মাণ কাজের পরিদর্শন করে চলমান কাজের প্রসংশা করেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোঃ ইব্রাহিম খান। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, ৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।