1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
কাহারোলে নব জীবন নারী উন্নয়ন সংস্থার ঈদ উপহার বিতরণ - সবুজ বাংলা নিউজ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

কাহারোলে নব জীবন নারী উন্নয়ন সংস্থার ঈদ উপহার বিতরণ

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোটার, রশিদুল ইসলাম কাহারোল :

দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে ডাবোর গ্রামে অবস্থিত একটি সামাজিক সংগঠন নব জীবন নারী উন্নয়ন সংস্থা এর আয়োজনে ৮ এপ্রিল সোমআার সকাল ১০ টায় ১৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার সেমাই চিনি আতব চাউল ডাল পরনের বস্ত্র নিজ উদ্দোগে বিতরন করেন নব জীবন নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রওশন আরা রুনুর নেতৃত্বে বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউ পি সদস্য মোঃ জয়নাল আবেদিন.নব জীবন নারী উন্নয়ন সংস্থার সম্পাদিকা ফেরদৌসী জাহান কোষাধ্যক্ষ মোছাঃ শামছুন্নাহার ট্রেইনার ইরফাত তাসরিন আলমিনারা জিনাত আরা.সামাজিক সংগঠনের উদ্দেশ্য সম্পর্ক বিষয়ে নব জীবন সংস্থার চেয়ারম্যান রওশন আরা আলোচনায় বলেন আমরা কয়েক জন মিলে এই সংস্থা সংগঠিত করেছি এলাকার সকল নির্জাতিত অবহেলিত নারী শিশু সহ এলাকার নারীদের কর্ম সংস্থানের ব্যাবস্থা করে সাবলম্মবি করে গরে তোলার জন্য যেন আমাদের এলাকার সকল নারী নিজে উদ্দোক্তা হয়ে গ্রাম তথা উপজপলার সকল নারীরা নিজেরা প্রতিষ্ঠুত হয় এবং সংস্থার পক্ষ হতে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষনের ব্যাবস্থা গ্রহন করেছি আপনারা অংশ গ্রহন করবেন।আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।