1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
কাহারোলে গাছে গাছে আমের মুকুল - সবুজ বাংলা নিউজ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

কাহারোলে গাছে গাছে আমের মুকুল

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

দিলীপ কুমার রায়, নিজেস্ব প্রতিনিধিঃ

দিনাজপুরের কাহারোল উপজেলায় গাছে গাছে এখন বিভিন্ন জাতের আমের মুকুলের ম-ম গন্ধ। ফাল্গুনের শুরু থেকে সর্বত্রই উকি দিচ্ছে মুকুল। কোন কোন গাছে গুটিও ধরেছে এখন বাগানে বাগানে পরিচর্যা ব্যস্ত মালিক ও ব্যবসায়ীরা। কেউ কেউ উন্নত পদ্ধতিতে আম চাষ ও রক্ষনাবেক্ষনের নানা প্রদক্ষেপ নিচ্ছেন। জাতে আমের ভাল রং ও ফলন পাওয়া যায়। এতে দাম ভাল পাওয়া যাবে। অনেক ব্যবসায়ী দেশের চাহিদা মিটিয়ে রপ্তানীর চেষ্টা করছেন এবং সেই লক্ষে ভাল ফলন পেতে এবং সংরক্ষনে ব্যস্থসময় পারকরছেন। সংশ্লিষ্টরা বলছেন হিমসাগর, হাড়িভাঙ্গা, রূপালী, বারী-৪, আমরূপালী, গৌরমতি, গোপাল ভোগ সহ বিভিন্ন জাতের আম চাষ হচ্ছে কাহারোলে। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করলে উৎপাদন পারে, পাশাপশি সঠিক ভাবে সংরক্ষন এবং পরিবহন রপ্তানীসহ বাজার জাত করতে পারলে কৃষক ব্যাপক লাভবান হবে এমনটাই বলছেন কৃষি কর্মকর্তা। আবহাওয়া অনুকুলে থাকলে আমের উৎপাদন ভাল হবে আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ছোট বড় মিলে প্রায় ২ শত ৮৭ টি আম বাগান রয়েছে। উপজেলার মোহাম্মদপুর গ্রমের ওমর ফারুক ১১ একর জমিতে আমের বাগান করেছেন বাগানের গাছ গুলিতে মুকুল ভাল ধরেছে একই গ্রামের বাগান মালিক মোঃ মানিক ৬ একর জমিতে আমের বাগান করেছেন। তারা বলছেন আবহওয়া অনুকুলে আমের ফলন ভাল হবে বলে আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, কাহারোল উপজেলায় গতবার আমের বাম্পার ফলন হয়েছিল দাম ভাল পেয়েছিল। তিনি আশা করছে এবার আমের আবহাওয়া অনুকুলে থাকলে আমের বাম্পার ফলনের সম্ভবনা আছে । কৃষি বিভাগ বাগান মালিকরে পরামর্শ দিচ্ছেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।