1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
দিনাজপুরে কমিউনিস্ট পাটির প্রতিষ্ঠাবার্ষিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত - সবুজ বাংলা নিউজ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

দিনাজপুরে কমিউনিস্ট পাটির প্রতিষ্ঠাবার্ষিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৭৬-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গত ৬ মার্চ দিনাজপুরে জেলা কমিটির আয়োজনে বিকাল ৪টার সময় গনেশ তলা পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে গনেশ তলা মোড়ে ফিরে এসে বাংলাদেশের কমিউনিষ্ট পাটির জেলা সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম এর সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন,সাবেক ক্ষেত মুজুর সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা দিনাজপুর কমিউনিস্ট পাটির জেলা সদস্য শ্রী দাম দাস,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারন সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী,বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাবেক যুব ও ছাত্র ইউনিয়নের নেতা বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক অমৃত রায়, পরিবহন শ্রমিক নেতা আনোয়ার হোসেন প্রমূখ।

পথ সভায় বক্তাগন তাদের বক্তব্য তুলে ধরে বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। শ্রমজিবী মানুষের কথা বিবেচনা না করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। দেশের মানুষ আজ ভাল নেই। কৃষকের অব¯থা ভালো নেই। কৃষকের বীজ ও কিটনাষক ঔষধ নিয়ন্ত্রণ করছে মধ্য সত্বা ভোগীরা। বেকারের সংখ্যা হু-হু করে বাড়ছে। কলকারখানা গড়ে উঠছে না কাজের জন্য অনেকে সাগর পাড়ি দিতে গিয়ে জীবন হারাচ্ছে। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বাজার। রমজানের অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের এখনো কোন সুখবর নেই। রমজান শুরুর আগেই আমদানিকারকরা ছোলা,ডাল, ভোজ্য তেলসহ অতিপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত গড়েছেন। তারা আরো বলেন সারা বছর তিস্তা নদীর স্বাভাবিক পানি নিশ্চিতের দাবি জানান। ভারতের সঙ্গে দ্রæত পানি চুক্তি করে পানির হিস্যা আদায় তিস্তা নদীকে মেরে ফেলার হাত হতে রক্ষা দাবি জানান হয়। দেশ প্রেমিক নদী গবেষকদের পরামর্শের ভিত্তিতে তিস্তার পানি সংরক্ষণের ব্যবস্থা নিতে অহবান জানানো হয়। ভুমি অফিস ও পল্লী বিদ্যুৎ অফিসের অনিয়ম হয়রানি দুর্নীতি বন্ধের আহবান জানানো হয়।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।