1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত - সবুজ বাংলা নিউজ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

বীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে ক্লাবে হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানিসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্কুল ফিডিং ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওসমান গনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।