1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে বাংলাদেশ বেতারের উন্নয়ন বার্তা অনুষ্ঠিত - সবুজ বাংলা নিউজ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

বীরগঞ্জে বাংলাদেশ বেতারের উন্নয়ন বার্তা অনুষ্ঠিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ বেতারের শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ সচেনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়ন বার্তা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়ন বার্তা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক আল আমিন খান। এছাড়া বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাব্বিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক আল আমিন খান বলেন শিশু, কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশ এর অধিক মানুষ- এরা পিছিয়ে থাকলে দেশ এগুবে না তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।অনুষ্ঠানে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ,কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য মেয়েদের মাসিককালীন সচেতনতা সহ স্বাস্থ্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।