1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু - সবুজ বাংলা নিউজ
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে প্লেট ব্যবসায়ীর দায়িত্ব অবহেলার কারণে সড়ক দুর্ঘটনায় আহত আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের তালা বেসরা (৪৫) মারা গেছেন।তালা বেসরা কাহারোল উপজেলার রসুলপুর ইয়াসিন মেম্বারপাড়া গ্রামের ঢেনা বেসারার ছেলে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি-২০২৪ ) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বীরগঞ্জ -বোচাগঞ্জ সড়কের বটতলী এলাকায় সাবেক ব্যাংক অফিসার মো:আমিনুল ইসলামের ভাড়া করা ড্রাম ট্রাককের চাকায় পিষ্ট হয়ে আহত হন।প্রদক্ষদর্শীরা জানান,বুধবার সন্ধ্যায় তালা বেসরা বীরগঞ্জ হইতে অটোচার্জা যোগে ফেরার পথে উল্লেখিত স্থানে সাবেক ব্যাংক অফিসার আমিনুল ইসলামের প্লেটে বালু লোড-আনলোড করার সময় ভাড়া করা একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। তালা বেসরা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ও থানা পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এঘটনায় নিহত তালা বেসরার ছেলে রবিন বেসরা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছে, যাহার মামলা নং ১৬.তারিখ -১৫/০২/২০২৪।এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই আশরাফুল ইসলাম।এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আদিবাসী তালা বেসরা দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা মামলা হয়ে। দ্রুত ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।