1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
কাজ শেষে বাড়ি ফেরার পথে নৈশ্যকোচের ধাক্কায় নিহত এক - সবুজ বাংলা নিউজ
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

কাজ শেষে বাড়ি ফেরার পথে নৈশ্যকোচের ধাক্কায় নিহত এক

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে বাড়ি ফেরার পথে নৈশ্য কোচের ধাক্কায় হানিফ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ সোমবার সন্ধ্যায় বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর ঈদগাহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত হানিফ ওই এলাকায় মৃত আমির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার।নিহতের ছেলে সাদ্দাম হোসেন জানান, প্রতিদিনের মত কাজ শেষে বাড়ি ফিরছিলো বাবা। পথে অজ্ঞাত নৈশ্যকোচ বাবাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: তাহাজুল ইসলাম তোকে মৃত ঘোষণা করেন।’বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: তাহাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তি হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।’বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হানিফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার পুস্তুতি চলছে। পরিবারের কোন আপত্তি না থাকায় হানিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।