1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ১৪ জুন ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

বীরগঞ্জে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

 

মোজাম্মেল হক, বীরগঞ্জ  প্রতিনিধি :

দিনাজপুরে বীরগঞ্জ উপজেলা ৮নং ভোগনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে,আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়, ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টা সময়, ৮০ জন কৃষকদেরকে নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়, অনুষ্ঠিত সভাপতিত্ব করেন, ড, মো, শরিফকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ( অ,দা,) ও স্টেশন, আরএসআরএস, ঠাকুরগাঁও, প্রধান অতিথি ড, মো, ওমর আলী, মহাপরিচালক, বিএসআরআই, ঈশ্বরদী, পাবনা, প্রধান আলোচক ড, মো, আবু তাহের সোহেল প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ও প্রকল্প পরিচালক, বিএসআর আই
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান কবির, ব্যবস্থাপনা পরিচালক, ঠাকুরগাঁও চিনিকল লিঃ, ঠাকুরগাঁও,
ড, মো, সোহারাব হোসেন বৈজ্ঞানিক কর্মকর্তা,আরএসআরএস, ঠাকুরগাঁও,
মো,মামুনুর রশিদ, আরএসআরএস, ঠাকুরগাঁও, মোঃ রাশেদুর রহমান রাজিব বৈজ্ঞানিক
কর্মকর্তা,আরএসআরএস, প্রধান আলোচক ড, মো, আবু তাহের সোহেল প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ও প্রকল্প পরিচালক, বিএসআর আই তিনি বক্তব্য বলেন, আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা , এক সময় শুধু আমরা আখ চিনতাম, এখন এই প্রকল্প মূল উদ্দেশ্য হলো যে কৃষকদের উদ্বুদ্ধ করা আখের সাথে সাথী ফসল হিসাবে ডাল মসলা ও সবজি জাতীয় ফসল উৎপন্ন প্রকল্প করার জন্য, এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে, বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা, অর্থয়ানে ঃআখ আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল মুসুরির মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্প বি এস আর আই ঈশ্বরদী, বাস্তবায়নে: বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টটিউট আঞ্চলিক কেন্দ্র, ঠাকুরগাঁও ।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।