1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে তীব্র শীতে আজমল হক ফাউন্ডেশনের উষ্ণতা - সবুজ বাংলা নিউজ
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

বীরগঞ্জে তীব্র শীতে আজমল হক ফাউন্ডেশনের উষ্ণতা

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

বিপন্ন মানবতার পাশে, এই শ্লোগান কে সামনে রেখে চলমান তীব্র শীতে দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত হত দরিদ্র ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন আজমল হক ফাউন্ডেশন। তীব্র শীতে আজমল হক ফাউন্ডেশনের উষ্ণতায় খুশির আমেজ লক্ষ্য করা গেছে।(২৭ জানুয়ারী২০২৪) শনিবার বেলা ১২ টায় বীরগঞ্জ উপজেলা চত্বরে বিপন্ন মানবতার সেবায় নিয়োজিত বীরগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন আজমল হক ফাউন্ডেশন এর উদ্যোগে শতাধিক অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল প্রদান করা হয়। এসময় আজমল হক ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আজমল হক ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মেহেদি হাসান সজল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা আবু হুসাইন বিপু, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, বীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল্লাহ আল হাবিব মামুন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বনমালী রায়,উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো: মীর কাশেম লালু প্রমূখ। এসময় বীরগঞ্জ উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, আজমল হক ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ফাউন্ডশকে ধন্যবাদ জানিয়ে বক্তাগন বলেন,তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজমল হক ফাউন্ডেশন প্রাকৃতি এই দুর্যোগে সরকারের পাশাপাশি সমাজের সকল দানশীল প্রতিষ্ঠান, ব্যক্তি ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আজমল হক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ আত্মমানবতার সেবায় আমাদের সমাজের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের কর্মকান্ড সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে দানশীল বিত্তবান মানুষদের উৎসাহ জোগাবে। এরকম নানা মুখি সেবামূলক কর্মকান্ডের মধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।