1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে বীরগঞ্জে প্রায় ডজন খানেক সম্ভাব্য প্রার্থী - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ২১ জুন ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে বীরগঞ্জে প্রায় ডজন খানেক সম্ভাব্য প্রার্থী

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

চলতি মাসে তফশিল আর মার্চ মাসে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে এমন ঘোষণায় তৎপরতা শুরু করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বীরগঞ্জ উপজেলা।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৩০ হাজার ১১২ জন। পুরুষ ভোটার রয়েছে ১লাখ ১৫ হাজার ৫৮৪ জন, নারী ভোটার রয়েছে ১লাখ ১৪ হাজার ৫২৮ জন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। তবে এবার দলীয় প্রতীক থাকছে না উপজেলা পরিষদ নির্বাচনে।

ইতিমধ্যেই চেয়ারম্যান পদে অন্তত ১২-১৩ জন সম্ভাব্য প্রার্থীর নাম মুখে-মুখে শোনা যাচ্ছে। আবার অনেকেই প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচার -প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক তুলে নেয়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আওয়ামীলীগ ছাড়া এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টী বা জামায়ত সমর্থিত অন্য কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্ভাব্য তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম , জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, উপজেলা পরিষদের ভাইস মনোয়েম মিয়া,উপজেলা কৃষক লীগের সভাপতি শিবলী সাদিক, সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ জাকির হোসেন রাজা, মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম আযম কাজল,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাতোর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি পদ্ম নাথ রায়,শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ,কুতুব উদ্দিন, দিনাজপুর জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু। প্রার্থীরা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে প্রচার প্রচারণার মাধ্যমে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ভোটার ও সমর্থকদের সাথে মতবিনিময়, কুশাল বিনিময় ও উঠান বৈঠক সহ আগ্রহী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটের মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছে।
এদিকে নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে
বিএনপি প্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ভোটার ও সমর্থকদের ব্যাপক সারা পাচ্ছি। তবে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণের ঘোষণা পেলেই তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।