1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
কাহারোলে দাপিয়ে বেড়াচ্ছে ওভারলোটের দশ চাকার ড্রাম ট্রাক নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই - সবুজ বাংলা নিউজ
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

কাহারোলে দাপিয়ে বেড়াচ্ছে ওভারলোটের দশ চাকার ড্রাম ট্রাক নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোটার, রশিদুল ইসলাম টিপু।।

বেশকিছু দিন ধরে দিনাজপুর এর কাহারোল উপজেলার সদরে এলাকার ছোট বড় রাস্তায় দেখা যাচ্ছে বেশীরভাগ দশ চাকার ড্রাম ট্রাক। নিষেধাজ্ঞা থাকলেও কাহারোল উপজেলারয় ওভার্লোট নিয়ে অবাধেই চলছে দশ চাকার ড্রাম ট্রাক। যার ফলে যেমন সরকারের উন্নয়নের রাস্তার ক্ষতি হচ্ছে তেমনি বাড়ছে দুর্ঘটনার শংকাও। এছাড়াও বালু ভর্তি দশ চাকার এসব ড্রাম ট্রাকের চলাচলে রাস্তার আয়ুকালও কমছে। যানা যায় বেশ কয়েকবার গত বছরে উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সমন্বয় সভা ও আইন সৃংখলা সভায় সড়ক ভাংগন ও দুর্ঘটনা রোধে দশ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধ ঘোষনার আলোচনা হয় কিন্তু তারপরেও যেন দিনদিন বৃদ্ধি পাচ্ছে চলাচল যেন কোন ভাবেই কমছেনা কিংবা থামছে না যানবাহনটির চলাচল বরং পুর্বের থেকে চলাচল আরও বেড়েছে বলে যানা যায়। কিছু বালু মোহল ব্যাবসায়ী চুক্তির মাধ্যমে বাইরে থেকে ড্রাম ট্রাক নিয়ে এসে দিধারচে এই ব্যাবসা জমজমাট রেখেছে বলে বিভিন্ন সূত্রে যানা যায়। সরেজমিনে উপজেলার বিভিন্ন ছোট বড় রাস্তা ঘুরে দেখা যায় দশ চাকার ড্রাম ট্রাক গুলো অত্র উপজেলার ১২ মাইল নামক ঢেপানদীর বালু ঘাট হতে কাহারোল বাজার সহ বিভিন্ন ছোট ছোট রাস্তার পাশে বালু ভরাট করছে এবং তার বেশীর ভাগোই গভীর রাতে বহন করছে। আন্চলিক মহাসড়ক সহ বিভিন্ন বাইপাশ রাস্তা দিয়ে অবাধে চলাচল করছে।এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে দশ চাকার ড্রাম ট্রাক চলাচল নিষেধাজ্ঞা থাকলেও তারা মানছেনা বলে যানা গেছে।চলাচলের সময় ট্রাকে থাকা ভেজা বালুর পানি দিয়ে রাস্তা ভিজে যাচ্ছে যার ফলে নতুন করে তৈরী হচ্ছে সড়ক দুর্ঘটনার আশংকা।এছাড়াও নিয়মিত যানজোটের ফলে স্কুলের শিক্ষার্থী সহ জনগন ও পথচাড়ীরা ভোগান্তীতে পড়ছেন।পথচাড়ীদের সাথে কথা বলে যানা গেছে বালু বোঝাই দশ চাকার ড্রাম ট্রাক সমানতালে রাস্তা দিয়ে চলাচল করছে।ট্রাকে থাকা ভেজা বালুর পানি পুরো রাস্তা ভিজে যাচ্ছে। এতে করে দুর্ঘটনার আশংকা নিয়ে চরম ভোগান্তীতে চলাচল করতে হচ্ছে বলে যানান। এ বিষয়ে আমাদের প্রতিনিধি কাহারোল থানা তদন্ত ওসি বাবুল কুমারের সাথে মুঠোফনে কথা বললে তিনি বলেন উপজেলার বিভিন্ন রাস্তা দিয়ে দশ চাকার ড্রাম ট্রাক চলাচল করছে বলে জেনেছি। উর্দ্ধতন কর্মকর্তার অনুমোতি সাপেক্ষে শিগগিরোই ব্যাবস্থা নেওয়া হবে। এদিকে মুঠোফনে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন সড়কে এসব যানবাহন চললে ওভার্লোট নিয়ে গেলে রাস্তার ক্ষতি সাধন করলে তা জরিমানার সমুর্খিন হবে আমি ব্যাবস্থা গ্রহন করছি। স্থানীয় চেয়ারম্যানকে জানান।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।