1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ২১ জুন ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

বীরগঞ্জে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজুপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৪ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৪ জানুয়ারী-২০২৪) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনের শুরু হওয়া দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও এর সমাপনী বুধবার বিকাল ৪টায় উপজেলা উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজকুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, বীরগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে প্রধান শিক্ষক আলহাজ্ব মোসলেম উদ্দিন সহ বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাপনী দিনে অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বক্তৃতা ও সেরা স্টলকে পুরস্কার প্রদান করা হয়। এসময় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বক্তৃতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং সেরা স্টলের মাঝে পুরস্কার সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।