1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
কনকনে শীতে কাপছে মানুষ - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ১৪ জুন ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

কনকনে শীতে কাপছে মানুষ

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

রায়হান কবির চপল,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

উত্তর জনপদের দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ পুর্যন্ত গত তিন চার দিনের মধ‍্যে কোন সুর্যের আলো দেখা মেলেনি।ঘন কুয়াশা ও হিমেল হাওয়াই শীত যেন সর্বস্তরে জেকে বসেছে।সারা দেশেই শীত এবং ঠাণ্ডা বাতাসে কনকনে শীত অনুভুত হচ্ছে।ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন যেন স্থবির হয়ে গেছে।গ্রাম গঞ্জের মানুষগুলো কোথাও কোথাও শুকনো খড়কুঠো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতেছে,আবার কেউ কেউ চায়ের কাপে চুমুক দিয়ে ও শীত কমানোর চেষ্টা করছে -তবুও যেন শীত কমছে না।হাইওয়ের রাস্তা গুলোতে যানবাহন গুলী গাড়ীর হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। অপরদিকে স্থানীয় হাসপাতাল গুলোতে গেলেই বোঝা যাচ্ছে যে তিব্র শীত ও হিমেল বাতাসে মানুষের ডাইরিয়া,নিউমোনিয়া এবং শ্বাষকষ্ট সহ বিভিন্ন প্রকারের রোগ বালাই বেড়েগেছে।দিনাজপুর আবহাওয়া অফিস বলছে আজ রবিবার তাপমাত্রা চলছে ৮.৬ ডিগ্রী সেলসিয়াস।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।