1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ১৪ জুন ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

বীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে উৎসাহ-উদ্দীপনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গণে মুক্তমঞ্চে অধ্যক্ষ ড.এ.কে.এম মাসুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা।

এসময় অনুষ্ঠানের অত্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আল-মামুন ও গার্হ্যস্থবিজ্ঞান বিভাগের প্রভাষক রুমানা ফারজানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা কলেজের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এখানে যারা ভর্তির হয়েছো তোমরা নিঃসন্দেহে মেধাবী, শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না সকলকে দেশপ্রেমিক হতে হবে এবং কোনো রকম মাদকাসক্তির সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান, পাশাপাশি সকলকে দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ে জাতিকে দুর্নীতিমুক্ত করতে হবে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।