1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বিজলী প্লাস ২০২০জাতের মরিচ চাষে সফল কৃষক ঠাকুরগাঁও এর ফরিদুল ইসলাম ও আলতাফ হোসেন - সবুজ বাংলা নিউজ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

বিজলী প্লাস ২০২০জাতের মরিচ চাষে সফল কৃষক ঠাকুরগাঁও এর ফরিদুল ইসলাম ও আলতাফ হোসেন

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

মোজাম্মেল হক :

এ আর মালিক সীডস্ এর আয়োজনে হাইব্রিড মরিচ বিজলি প্লাস ২০২০ জাতের রেজাল্ট শেয়ারিং প্রোগ্রাম করা হয়। ১৩ ডিসেম্বর ২০২৩, ঠাকুরগাঁও জেলার বিমানঘাঁটি, মাদারগঞ্জ এলাকায় কর্মাশিয়াল চাষী ফরিদুল ও আলতাফ ভাই এ বছর প্রায় ১ একর জমিতে মরিচ চাষ করছে। তার মধ্যে ৮০ শতাংশে বিজলি প্লাস২০২০ ও ২০ শতাংশে মরিচ সুপার জাতের মরিচ চাষ করছে। মরিচ চাষীর তথ্য মতে, এ বছর বৈরি আবহাওয়ার পরও ও গাছের কোন ক্ষতি হয়নি যা প্রতিযোগি জাতে হয়েছে। প্রতিযোগি জাতের চেয়ে অনেক অনেক রোগবালাই সহনশীল, প্রতিটি গাছে মরিচ আর মরিচ। অন্য গাছে ফল অনেক কম। অন্য জাতের মরিচের চেয়ে বাজারে চাহিদা বেশি এবং প্রতি কেজিতে ৬-৮ টাকা বেশি পাওয়া যায়। দেড় মাস হচ্ছে বাজার জাত শুরু করছে শুরুতে প্রতি কেজি ১৭০ টাকা এবং এখন ৫৮ টাকা দরে বিক্রয় চলছে। তিনি বলেন এখন পর্যন্ত আড়াই লক্ষ টাকার বিক্রি হয়েছে। তিনি বলেন গাছের গ্রোথ ও কোয়ালিটি দেখে আরও ২-৩ লক্ষ টাকা বিক্রি হবে, উক্ত রেজাল্ট শেয়ারিং এ উপস্থিত এসএএও, নার্সারী ম্যান, মরিচ ব্যবসায়ী, ডিলার, রিটেইলার এবং বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশত মরিচ চাষী কৃষকগন। সার্বিক সহযোগিতা ও পরিচালনায় আল- মুনতাকিম, ঠাকুরগাঁও টেরিটোরি -সেলস এন্ড মার্কেটিং অফিসার, এ আর মালিক সিডস প্রাঃ লিঃ।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।