বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি :
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস-২০২৩ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী -২০২৩) সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
অমর একুশের শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সহ-সভাপতি বিকাশ ঘোষ, সাধারণ সম্পাদক মো.সিদ্দিক হোসেন,সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যান্যার্জী,প্রচার সম্পাদক মো.আব্দুল জলিল, সদস্য আরিফ ইসলাম, রাকেশ রায়, নুর নবীসহ অন্যরা। এ-সময় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।