1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
ব্ল্যাক স্টোন জাতের মিষ্টি কুমড়া চাষে সফল কৃষক দিনাজপুরের সাগর সিংহ রায়... - সবুজ বাংলা নিউজ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

ব্ল্যাক স্টোন জাতের মিষ্টি কুমড়া চাষে সফল কৃষক দিনাজপুরের সাগর সিংহ রায়…

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

মোজাম্মেল হক, নিজস্ব প্রতিবেদক :

আর মালিক সীডস্ এর আয়োজনে বিশ্ববিখ্যাত জাপান ভিত্তিক সাকাতা কোম্পানির হাইব্রিড মিষ্টি কুমড়া ” ব্ল্যাক স্টোন” জাতের রেজাল্ট শেয়ারিং অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ডহন্ডা গ্রামের শিক্ষিত ও তরুন কৃষি উদ্যোক্তা সাগর সিংহ রায় এ বছর ৫০ শতাংশ জমিতে ব্ল্যাকস্টোন জাতের মিষ্টি কুমড়া চাষ করেছে। তিনার তথ্য মতে, এ বছর বৈরি আবহাওয়ার পরেও গাছের কোন ক্ষতি হয়নি। প্রতিটি গাছে ৭/৮ টি করে ফল এসেছে। বাজার জাত শুরু করেছে। প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রয় করছে। তিনি মনে করেন প্রায় ১ লক্ষ টাকার মিষ্টি কুমড়া বিক্রি হবে।
উক্ত রেজাল্ট টি অত্র এলাকার লিড ফার্মার, মিষ্টি কুমড়া চাষী, ব্যবসায়ী, বীজ ডিলারদের নিয়ে শেয়ারিং করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন লোকনাথ বর্মন,বীজ ডিলার ও সত্ত্বাধিকারী কিশোর ট্রেডার্স-কাহারোল, মোঃ সীমান্ত খান, প্রতিনিধি মেসার্স রাশেদ এগ্রো ও পরিবেশক এ আর মালিক সিডস – বীরগঞ্জ-দিনাজপুর, এম.এস জামান শেখ, এসএএও-কাহারোল, মোঃ লুৎফর রহমান, এরিয়া ম্যানেজার- মালিক সিডস সহ অত্র এলাকার অর্ধ শতাধিক কৃষক।

উক্ত রেজাল্ট শেয়ারিং টি পরিচালনা করেন, এম. মুনজুর রহমান শাকিব, দিনাজপুর টেরিটোরি – সেলস এন্ড মার্কেটিং অফিসার, এ আর মালিক সিডস প্রাঃ লিঃ

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।