1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জ পাক- হানাদার মুক্তি দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - সবুজ বাংলা নিউজ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

বীরগঞ্জ পাক- হানাদার মুক্তি দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে যথাযথ যোগ্য মর্যাদা পাক হানাদার দিবস পালিত হয়েছে।

বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত উদযাপন উপলক্ষে বুধবার (৬ ডিসেম্বর -২০২৩) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে পৌরসভার প্রধান প্রধান সড়ক বণাঢ্য র‍্যালী প্রদক্ষিণ এবং শহীদ মুক্তিযোদ্ধা মোঃ মসসিন আলীর কবরে ও শহীদ বুধারু সড়কে পুষ্পমালা অর্পন শেষে সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জ বিজয় চত্বরে প্রাঙ্গণে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দধি নাথ রায়, হরপ্রসাদ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন,উপজেলা কৃষি লীগের সভাপতি সিবিলী সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়েম মিয়া। এসময় দেবোত্তর ট্রাষ্ট সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন,
বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সভাপতি রতন ঘোষ পীযূষ সহ বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ কালিন ৬নং সেক্টর এর ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অব:) এম মাসুদুর রহমান বীর প্রতীক ও এফ এফ কমান্ডার একেএম মাহবুব উল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী যৌথভাবে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে। যুদ্ধে ভাঁতগাও ব্রীজ ও সুজালপুর ইউনিয়নের মদনপুরে সস্মুখ যুদ্ধে অনেক মুক্তি যোদ্ধা শহীদ হন। পরিশেষে মুক্তিযোদ্ধের বিষয়ে শহীদ মহসিন আলী ও শহীদ বুধারু অবদান তুলে ধরে এর জীবনী এবং মুক্তিযোদ্ধের তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।