1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময় - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ২১ জুন ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ভূমিহীন পরিষদের আয়োজনে ভূমি অধিকার ও কৃষিভূমি সংস্কার বিষয়ে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

(২৮ নভেম্বর-২০২৩) বিকেল ৩টায় বীরগঞ্জ উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজন এবং সিডিএ’র সহযোগিতায় ভূমিহীনদের সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে সিডিএ’র বীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে
বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ভূমিহীনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভূমিহীনরা তাদের বক্তব্যে জানিয়েছেন, বীরগঞ্জ উপজেলায় ৯০টি সংগঠন নিয়ে বীরগঞ্জ উপজেলা ভূমিহীন জনসংগঠন পরিচালিত হয়ে আসছে। এর অধিকাংশ সদস্য ভূমিহীন। বীরগঞ্জ উপজেলায় সরকারের পক্ষ থেকে ভূমিহীন নেই বলা হলেও বাস্তবে এখনো অনেক ভূমিহীন রয়েছে, যাদের ঘরবাড়ি নেই।

ভূমিহীনরা নতুন করে আবেদন নিয়ে তাদের নামে ঘর বন্দোবস্ত করে সরকারি খাস জায়গায় বসবাস করার দাবি জানান এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ভূমিহীন জনসংগঠনের নেতৃবৃন্দ জানান, সরকারের অনেক খাস আবাদি জমি রয়েছে যা বিভিন্ন নামে-বেনামে ও অবৈধ দখলে রয়েছে। যা ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিলে দেশের খাদ্য চাহিদা মেটাতে ভূমিহীনরা বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ৯০টি ভূমিহীন জনসংগঠনের মধ্যে ৫০টি ভূমিহীন জন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ইউনিয়ন ভিত্তিক ঘাস জমির মধ্যে শিবরামপুর ৪১.৩২ , পলাশবাড়ী ২.৭২ একর, শতগ্রাম ৮৭.৩৫ একর,পল্টাপুর ৯.৩২ একর,সুজালপুর ১০০ একর,নিজপাড়া ৭৯.৩৭ একর, মোহাম্মদপুর ৮১.৭৭ একর,
ভোগনগর ৭.১৬ একর, সাতোর ১৩৯,২৬ একর,মোহনপুর ২৮.২৬ একর ও মরিচা ইউনিয়ন ১২.০৫ একর বন্দোবস্ত খাস জমি রয়েছে। মতবিনিময়ে বক্তব্য রাখেন- বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিকাশ ঘোষ , সিনিয়র সহ-সভাপতি নিতাই সাহা লেলিন ও স্থানীয় সাংবাদিক তোফাজ্জল হোসেন। জনসংগঠন ইউনিট ব্যাবস্থাপনা উপদেষ্টা পরিষদের সভাপ্রধান নরেন্দ্র দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী অঞ্চল-০১০১ (বীরগঞ্জ-কাহারোল) সন্তোষ রায়, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সদস্য নিমাই চন্দ্র রায়, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সদস্য হরেন্দ্র বর্মন, ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদের সদস্য পরাবর্তী রানী, সহিদুল,জনসংগঠন ঐক্য পরিষদের সদস্য বুদুলু সরেন, সাগর সমন্বয়কারী – সন্তোষ রায়,গ্রাম সহায়ক মো: আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, মোছা:শেফালী আক্তার, রূপালী রানী সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।