1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
দিনাজপুর- ৬ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি - সবুজ বাংলা নিউজ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

দিনাজপুর- ৬ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

মো:আনভিল বাপ্পি স্টাফ রিপোর্টার:

দিনাজপুর – ৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের ৯ জন নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। নৌকার মাঝি হতে সকলে দলীয় হাইকমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নবীণ এবং প্রবীন প্রার্থীদের মধ্যে থেকে এ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা চলছে।

এ আসনে ৯ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক, সাবেক সংসদ সদস্য আজিজুল হক চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মন্ডল, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রদীপ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক সুলতানা আক্তার বর্ষা ।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মাধ্যমে সকল জল্পনা কল্পনার অবসান ঘটবে।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।