বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে অফিস মাঠ প্রাঙ্গনে সর্বজনীন শিশু দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২০ নভেম্বর-২০২৩) সোমবার বিকেল ৩ টায় বীরগঞ্জ সিডিপির শিশু পরিষদের সভাপতি মিথিলা কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গীতা সরকার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির ম্যানাজার সৃজল তিগ্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির সিডিসি চেয়ারপারসন প্রফুল্ল কর্মকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির সহকারী ম্যানাজার সাফিউদ্দিন খান। এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।